Taskin360

By Taskin360

বৃষ্টি জন্য উপেক্ষা

এরকম একটা বৃষ্টি উপেক্ষা করে যারা এসেছেন, প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। হয়তবা আলাদা করে সবার নাম বলতে পারব না কিন্তু স্টেজের উপর থেকে খুটিয়ে খুটিয়ে  দেখছিলাম সবাইকে। ধন্যবাদ জানাতে চাই চট্রগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিনকে। তিনি অনেক সময় নিয়ে আমাদের সব কথা শুনেছেন এবং আশ্বস্ত করেছেন - আগামী দিন গুলোতে এই মানুষটাকে আমরা পাশে পাব। 

আজ আমরা  কিডনি সমস্যায় আক্রান্ত আনিকা আপুর বাবার হাতে ৮ লাখ ৫ হাজার টাকা তুলে দিয়েছি। বাসের সাথে ধাক্কা খেয়ে লিটন নামের যে ছেলেটা পঙ্গু হয়ে ঘুরছিল গত ৬ মাস ধরে , আজ তাকে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল টাকা দেয়া হয়েছে। আগামী ১ মার্চ তার পায়ের অপারেশন হবে। 

এছাড়াও আমরা মতিঝর্ণা এলাকায় বেড়ে উঠা শাহনাজ নামে মানসিক বিকারগ্রস্ত হয়ে যাওয়া মেয়েটির পরিবারের সকল দায়িত্ব নিজের কাধে তুলে নিয়েছি। 

রাস্তা ঘাটে আমাদের চারপাশে এরকম অসংখ্য গল্প ঘুরে বেড়াচ্ছে যারা হয়ত বেঁচে থাকার আশা ছেড়েই দিয়েছে। আপনি আপনার জীবনের এমন অনেক কিছুই বদলাতে চান- যেটা হয়ত আপনার সাধ্যের বাইরে। কিন্তু আপনি চাইলেই এরকম অনেক মানুষের পুরো একটা জীবন বদলে ফেলতে পারবেন। 

এই পৃথিবীতে আপনি এক শক্তিমান মহাপ্রলয়।  আপনার একটু অনুগ্রহে একটা পঙ্গু ছেলে দৌড়াতে শুরু করবে। অন্ধ মা দু চোখ দিয়ে দেখতে থাকবে তার সন্তানকে। মরে যাবে বলে সব দাবি ছেড়ে দেয়া বৃদ্ধ হয়তবা আবার নতুন করে শ্বাস নিতে শুরু করবে। এই যে আপনার চারপাশে এত এত গল্প ঘুরে বেড়াচ্ছে, মাঝে মাঝে যেকোন একটা গল্পকে টুপ করে ধরে ফেলুন। আপনি চাইলেই বদলে যাবে গল্পটা। কেবলই আপনার ইচ্ছের অপেক্ষায় !!

Comments
Sign in or get an account to comment.